নাভারণ সংবাদদাতা

যশোরের শার্শার নাভারণে হিরো নিলয় বাইক টেকনিশিয়ান ও মিডিয়া কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছ্
েবুধবার সকাল ১০ টায় শার্শা উপজেলার নাভারণ-সাতক্ষীরা মোড়ে অবস্থিত হিরো নিলয় বাইক প্লাজা মোটরসের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন হিরো নিলয় মোটরসের যশোরের এরিয়া ম্যানেজার আবুল হাসান।

এ সময় প্রধান অতিথি ছিলেন সুজুকি সুমি মোটরস ও নিলয় হিরো মটরস্ স্বত্বাধিকারী রেজাউল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি ছিলেন সিটি হাসপাতালে চেয়ারম্যান আবু জুবায়ের রুমেল নাভারণ, ভাই ভাই অটো স্বত্বাধিকারী মনির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী প্রবাসী তরিকুল হাসান।

এ ছাড়া উপস্থিত ছিলেন হিরো বাইক প্লাজার সেলস ম্যানেজার হুসাইন, নিলয় হিরো মটরস্ সেলস এক্সিকিউটিভ জয়, সিনিয়ার টেকনিশিয়ান আলামিন, সাব টেকনিশিয়ান সজিব, রাজু হোসেনসহ হিরো বাইক প্লাজা মোটরসের সকল কর্মকর্তা কর্মচারী।

অনুষ্ঠান শেষে জাঁকজমকপূর্ণভাবে হিরো এক্সট্রিম ১২৫ সিসি হলুদ (এফআই এবিএস (এসি), রেডসিলভার মেট ব্লু হিরো স্প্লেন্ডার প্লাস ১০০ সিসি স্পোর্টস এডিশন ড্রাম।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version