বাংলার ভোর প্রতিবেদক
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে যশোরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) যশোর জেলা শাখা এই কর্মসূচি পালন করে।
সংগঠনের সভাপতি শাহিদা খাতুনের নেতৃত্বে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, স্বতন্ত্র নার্সিং প্রশাসন নার্সিং পেশার অগ্রগতির মূল ভিত্তি। সরকারের একীভূতকরণের উদ্যোগ নার্সদের মর্যাদা, দক্ষতা ও পেশাগত উন্নয়নকে বাধাগ্রস্ত করবে। তারা জানান, নার্সদের দীর্ঘদিনের ন্যায্য দাবি পূরণে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
কর্মসূচিতে সংগঠনটি তাদের আট দফা দাবি তুলে ধরে। স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগ বাতিল করতে হবে এবং জাতীয় নার্সিং কমিশন গঠন করতে হবে।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রণীত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ এবং ক্যারিয়ার পাথ অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে। নার্সদের উচ্চতর পদে (৯ম থেকে ৪র্থ গ্রেড) ভূতাপেক্ষভাবে পদ সৃজন ও সুপারনিউমেরারি পদোন্নতি দিতে হবে। নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইন্সট্রাক্টর পদগুলোকে ৯ম গ্রেডে উন্নীত করতে হবে। ডিপ্লোমা নার্স-মিডওয়াইফদের সনদ স্নাতক (পাশ) সমমান দিতে হবে এবং গ্রাজুয়েট নার্স-মিডওয়াইফদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করতে হবে। বেসরকারি স্বাস্থ্যসেবা ও নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানে নার্স নিয়োগে সুনির্দিষ্ট নিয়োগবিধি ও বেতন কাঠামো প্রণয়ন এবং ভুয়া নিবন্ধনবিহীন নার্স-মিডওয়াইফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। নার্স-মিডওয়াইফদের ঝুঁকি ভাতা প্রদান এবং পূর্বের স্বৈরাচারী সরকারের চাপিয়ে দেওয়া নার্সিং ইউনিফর্ম পরিবর্তন করতে হবে। শয্যা, রোগী ও চিকিৎসক অনুপাতে প্রয়োজনীয় নার্স-মিডওয়াইফের পদ সৃজন ও নিয়োগ দিতে হবে।
মানববন্ধন শেষে নার্সরা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
