কালিগঞ্জ সংবাদদাতা
মা বাবার উপর অভিমান করে বাড়ি ছেড়েছে বুদ্ধি প্রতিবন্ধী যুবক শরিফুল ইসলাম (৩৬)। দীর্ঘ ২৫দিন পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি তিনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে তার মা বাবাসহ পরিবারের সদস্যদের মাঝে চরম হতাশার সৃষ্টি হয়েছে।
ছেলেকে ফিরে পেতে সহায়তা কামনা করে যশোর জেলার শার্শা উপজেলার গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামের দাউদ আলী মোল্লা জানান, ঈদের জামা কাপড় পছন্দ না হওয়ায় অভিমান করে বাড়ি ছেড়েছে একমাত্র ছেলে শরিফুল ইসলাম। তিনি বলেন, গত ১২ মার্চ সন্ধ্যার দিকে শরিফুল ইসলাম বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করা হলেও তার সন্ধান মেলেনি। নিখোঁজের ঘটনায় গত ২৫ মার্চ শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে (নং-১১২৯)।
নিখোঁজ শরিফুল ইসলামের পিতা আরও জানান, বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে লুঙ্গি ও গেঞ্জি ছিল। সে কম কথা বলে এবং প্রায়ই ইংরেজি শব্দ ব্যবহার করে। তার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং শ্যামলা।
শরিফুলের সন্ধান পেলে ০১৯২৩-৮৬১৩৫০ এবং ০১৭১১-১২৮৪৫২ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন পিতা দাউদ আলী মোল্লা ও মা রিজিয়া খাতুন।