তালা সংবাদদাতা
সাতক্ষীরার তালায় তুলি নামে (১৭) এক কলেজছাত্রী নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। এলাকাবাসী ও পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের কারিকার পাড়ায় ঘটনাটি ঘটে। তুলি ঘোনা গ্রামের কারিকরপাড়ার ভ্যানচালক কামরুল সরদারের মেয়ে ও তালা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, বাড়িতে কেউ না থাকায় বেলা সাড়ে ১১টার দিকে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তুলি। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেশী জানান, ঘোনা করিকার পাড়া জামে মসজিদের পেশ ইমাম জনৈক আমিনুল ইসলামকে কলেজছাত্রী তুলি ভালবাসত।

তবে ইমাম সাহেব তুলির প্রেমে সাড়া না দিয়ে ইমামতির চাকরি ছেড়ে চলে যান। প্রেমে ব্যর্থ হয়েই হয়তো সে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করতে পারে বলে ধারণা তাদের।

এদিকে, খবর পেয়ে তালা মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা থানার ওসি, ইসলামকাটি ইউনিয়ন চেয়ারম্যান ওই কলেজছাত্রীর বাড়িতে ছুটে যান।

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ শেখ মো. শাহিনুর রহমান বলেন, ঘটনার খবর পেয়েই তিনি ঘটনাস্থালে যান। তবে কি কারণে কলেজছাত্রী আত্মহত্যা চেষ্টা করেছে এখনি বলা সম্ভব না। তদন্ত চলছে, তদন্ত শেষে জানানো হবে।

Share.
Exit mobile version