রাজগঞ্জ প্রতিনিধি
মণিরামপুর উপজেলার নেংগুড়াহাট হায়াতপুর গ্রামের এক কৃষকের এক কলার কাঁধিতেই কলা হয়েছে ৩৩০ পিস। অবিশ্বাস্য এ কলার কাঁধি দেখতে উৎসুক জনতার ভিড় বেড়েছে। একজন মানুষের পাশে বিশাল আকৃতির কলার কাঁধি দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেন। ওই একটিমাত্র কাদিতে কলা ধরেছে ১৭ থেকে ১৮ ছড়া। মোট ৩৩০ পিস কলার কাদিটি লম্বায় প্রায় সাড়ে ৫ ফুট। কলার নাম কালীভোগ হলেও এ কলার কাদিতে ছড়ি ধরেছে ২০/২২টি করে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এ যেন ফেসবুকের ছবির জীবন্ত প্রতিচ্ছবি। উৎসুক মানুষেরা কলা ব্যবসায়ী মতি ওরফে কলামতির দোকানে হুমড়ি খেয়ে পড়ছেন কলা দেখতে। মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের কৃষি উপসহকারী ফারহানা ফেরদৌস ও মারুফুল হক বলেন, কালীভোগ কলা অত্যন্ত সুস্বাদু। এই কলা একেবারেই দেশি জাতের মত, তবে এটি কিন্তু দেশের সব জায়গায় পাওয়া যায় না। তিনি আরও বলেন, আমরা অনেক বাড়িতে বিভিন্ন ফলফুলের চারা চাষের জন্য দিয়েছি। একই সঙ্গে চাষ পদ্ধতির প্রশিক্ষণও দিই, অত্যন্ত পুষ্টিকর এই কলার ফলন বেশ ভাল। খেতেও খুব সুস্বাদু কোনো বিচি নেই। তবে দেশের লোকেরা এর কদর বোঝে না বলে প্রায় হারিয়েই গেছে অনেক জায়গা থেকে। তাই আমরা এটি আবার সহজলভ্য করার উদ্যোগ নিয়েছি। বাণিজ্যিক চাষের জন্য এই কলা খুবই ভালো। সাধারণ অন্যান্য কলাচাষে ১০ মাসেই ফল পাওয়া যায়। তবে এই কালীভোগ কলার চারা থেকে ১২ মাসে ফল পাওয়া যায়। যে কারণে বাণিজ্যিক চাষে এই কলায় লাভ তুলনামূলক অনেক বেশি।
খোঁজ নিয়ে জানা গেছে, দুধ সাগর জাতের কলা চাষ করে নেংগুড়াহাট এলাকায় সাড়া জাগিয়েছেন হায়াতপুর গ্রামের কৃষক শফিকুল ইসলাম। এলাকার অনেকেই এই জাতের কলা চাষে ঝুঁকছেন, তাই চারার মূল্যও বেড়ে গেছে বলে জানান শফিকুল ইসলাম। বিভিন্ন মাঠে কলা বাগানে আছে- সবরি ও চাপা সবরি, কালিবোগ, দুধ সাগর কলা। বিভিন্ন জাতের কলার সঙ্গে বাগানের, বেশ কয়েকটি কলাগাছ আছে। দুটি গাছ কলার ভারে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তাই বাঁশের খুঁটি দিয়ে কাঁদির ভার থেকে গাছ দুটি রক্ষার ব্যবস্থা করা হয়েছিল।
শিরোনাম:
- একই সঙ্গে দুই কলেজের অধ্যক্ষ জাহিদুলের নজিরবিহীন দুর্নীতি
- অভয়নগরকে হারিয়ে ফাইনালে কালীগঞ্জ
- অফিস সহকারী পদে হেলালের এমপিওভুক্তি নিয়ে লুকোচুরি
- শিক্ষার মান উন্নয়নে ভালো শিক্ষক দরকার
- উপশহর টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষা সফর অনুষ্ঠিত
- ‘বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে’
- যশোরে নতুন আঙ্গিকে ব্রাদার্স ফার্নিচার শো রুম উদ্বোধন
- আলুর দাম লাগামহীন ভোক্তার নাভিশ্বাস