বাংলার ভোর প্রতিবেদক
মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ধোপাডাংগা গ্রামের জাকির হোসেন নামের এক ব্যক্তির কেনা সম্পত্তি জোরপূর্বক দখল করে নেয়ার চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল। এ ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে, এমনকি ওই জমি থেকে জোরপূর্বক। সন্ত্রাসী বাহিনী দিয়ে পাঁকা ধান কেটে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায় উপজেলার ধোপাডাংগা, রত্নেশ্বরপুর গ্রামের জাকির হোসেনের ২০১নম্বর রত্নেশ্বরপুর মৌজার ২৮.৫ শতক জমি রয়েছে। কিন্তু স্থানীয় গোপীকান্তপুর গ্রামের আজিবর রহমান ও হায়দাারের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করলে জাকির হোসেন বাদী হয়ে যশোর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারা জারির মামলা করেন। ওই মামলায় জাকির হোসেনের দখলে আছে বলে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ।
এদিকে আজ (বুধবার) সকাল ১০ টার দিকে, রত্নেশ্বরপুর গ্রামের আজিবর, হায়দার আলী, জিয়া, ইকরাম হোসেন, গৌপীকান্তপুর গ্রামের আনছার আলীসহ ও ধোপাডাংগা গ্রামের মসজিদ কমিটির সভাপতি দুর্ধর্ষ সন্ত্রাসী আব্দুল হালিমের নেতৃত্বে ১৫-২০জন ধারালো অস্ত্র নিয়ে ওই জমি থেকে পাঁকা ধান কেটে আজিবরের বাড়িতে নিয়ে যায়। এ বিষয়ে মোবাইল ফোনে আব্দুল হালিম বলেন, আমি ওই জমির ধান কাটতে যাব কি জন্য। পুলিশ ওই জমির ধান কেটে মসজিদে দিয়েছে। ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মফিজুর রহমান বলেন, হালিমের অত্যাচারে ওই এলাকার জনগণ অতিষ্ঠিত। ভুক্তভোগী জাকির হোসেন জানান, আমার জমি থেকে প্রায় ৩০ মণ ধান কেটে নিয়েছে। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে গ্রামবাসী বারবার চেষ্টা করেও কোন সুরাহা না হওয়ায় জাকির হোসেন বাদী হয়ে আজিবর, হায়দার আলীসহ ৫ জনকে আসামি করে মণিরামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।