অভয়নগর সংবাদদাতা
পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহবান করেছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল। আজ (রোববার) দুপুরে নওয়াপাড়া স্টেশন বাজার জামে মসজিদে জোহরের নামাজ শেষে মসল্লী ও স্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশ্য এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, অতি মুনাফার আশায় পণ্যের দাম অহেতুক বাড়িয়ে সাধারণ মানুষকে কষ্ট দেয়া যাবে না। পাপের পাল্লা ভারি না করে রমজান মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা উচিৎ। বছরের একটি মাস মুনাফার অংশ কমিয়ে সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নওয়াপাড়ার সার ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণি সরদার, সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন প্রমুখ।