বাংলার ভোর প্রতিবেদক:
অপ্রাপ্ত বয়স্ক কিশোরীদের অপহরণ করে পর্ণ ভিডিও তৈরি ও বাজারজাত চক্রের মূলহোতা নারীসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে যশোর জেলা ডিবি পুলিশ।

মঙ্গলবার ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির উপ-পরিদর্শক মফিজুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন মুন্সিগঞ্জের সদর উপজেলার নয়াদিঘীর পাহাড় এলাকার বীথি আক্তার ও বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বলভদ্রপুর গ্রামের রাজিব কুমার দাস।

ডিবির এসআই মফিজুল ইসলাম জানান আটক বিথী ও রাজিব দাস দেশের বিভিন্ন এলাকা থেকে অপ্রাপ্ত কিশোরীদের অপহরণ করে এনে জোরপূর্বক পর্ণ ভিডিও বানাতেন এবং ইমো, হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে অশ্লীল ভিডিও তৈরি করে বাজারজাত করতেন।

ডিবির এসআই মফিজুল আরো জানান এমন কিছু অভিযোগের প্রেক্ষিতে ডিবি পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের বেজপাড়া এলাকায় সোমবাররাত সাড়ে ১২টায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার ও ভিডিও ধারনের তিনটি মোবাইল জব্দ করে।গ্রেফতারকৃত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আদালতে হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version