কপিলমুনি সংবাদদাতা
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পাইকগাছার দেলুটি ইউনিয়নের তেলিখালি বেড়িবাঁধ নির্মাণে জনতার সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করলেন পাইকগাছা উপজেলা পরিষদের চিংড়ি মাছ প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী আনন্দ মোহন বিশ্বাস।
বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন তিনি সাধারণ মানুষের সাথে থেকে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ নির্মাণে সার্বিক সহযোগিতা করেন। এ সময় উপস্থিত ছিলেন, দেলুটি ইউপির চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সাবেক চেয়ারম্যান নির্মল কুমার মন্ডল, ইউপি সদস্য বৃন্দ সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নির্মাণ কাজের বিরতির সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনন্দ মোহন বিশ্বাস বলেন, আমি আপনাদের পাশে থেকে আমার সামর্থ অনুযায়ী বিভিন্ন প্রকার সহযোগিতা করে যাচ্ছি এবং যাবো।