পাইকগাছা সংবাদদাতা
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.এবিএম ওবায়দুল ইসলাম বলেছেন, দেশে দক্ষ জনশক্তি গড়তে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে জীবনমুখি শিক্ষা বিস্তারে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। তিনি শনিবার সকালে পাইকগাছাস্থ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সেমিনার হলে খুলনা আঞ্চলিক কেন্দ্রাধীন পাইকগাছা উপ-আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্ত্যব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন, এম এ পাশ করে পরিবারের কাছে বোঝা না হয়ে মেট্রিক পাস করে দক্ষ উদ্যেক্তা হওয়া উত্তম। সমাজের অন্যায়,অবিচার, মাদক, চাঁদাবাজি, জুয়া বন্ধ করতে হলে উৎপাদন ও জীবনমুখী শিক্ষার কোন বিকল্প নেই সেজন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সমাজ পরিবর্তনে কাজ করছে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিশ্বমানের উৎপাদনমুখি শিক্ষা, ডিপ্লোমা ও কৃষি, মৎস্য সম্পদে টেকনিক্যাল কোর্স থেকে শিক্ষা নিয়ে উদ্যেক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। এতে বেকার সমস্যা যেমন সমাধান হবে তেমনি পরিবার ও দেশের মানুষও উপকৃত হবে। এভাবে কাজ করলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশ ও দেশের বাইরে আলো ছড়াবে।
বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক সাঈদ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান আনোয়ার আলদীন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আনিছুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী।
বিশ্ববিদ্যালয়ের পরিচালক মাহফুজুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদ, অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন, অধ্যক্ষ ওলিউল্লাহ, সাবেক অধ্যক্ষ সেখ রুহুল কুদ্দুস, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এফএমএ রাজ্জাক, কলেজ শিক্ষক সরদার আ. রাজ্জাক, প্রধান শিক্ষক আ. ওহাব, রিপোর্টাস ইউনিটের সভাপতি মিজানুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, বিএনপির উপজেলা কমিটির সদস্য সচিব এসএম ইমদাদুল হক ও যুগ্ম আহবায়ক আবুল হোসেনসহ পাইকগাছা-কয়রার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।