পাইকগাছা সংবাদদাতা
পাইকগাছায় পৃথক ভাবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসসহ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
৯ ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, উপজেলা দুর্নীতি বিরোধী কমিটি, সিবাস সাহিত্য অঙ্গন উপজেলা সদরে র্যালি করে উপজেলা পরিষদ হলরুমে পৃথক আলোচনা সভা ও অদম্য ৫ নারীকে সম্মাননা প্রদান করেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, দুর্নীতি দমন কমিশনের খুলনার কোর্ট পরিদর্শক অনন্ত মজুমদার অন্তু ও উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি অধ্যাপক জিএমএম আজাহারুর ইসলাম।
বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, তথ্য সেবা কর্মকর্তা তম্বী দাশ ও দিপল বিশ্বাস।
এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ রঞ্জন সাহা, শাহজাহান আলী শেখ, ইমান উদ্দিন, হুমায়ূন কবির, হাসিবুর রহমান, প্রবীর কুমার দত্ত, জয়ন্ত ঘোষ, জিএম জাকারিয়া, দুর্নীতি বিরোধী কমিটির সম্পাদক সাবেক অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, সহসভাপতি নিজম উদ্দীন ও নবলোকের কাজী ফারহানা আফরোজ প্রমুখ। শেষে ৫ ক্যাটাগরিতে ৫ জন নারীকে ‘অদম্য নারী’ সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন পৌরসভার গোপালপুরের নারী উদ্যোক্তা হাবিবা আক্তার রিতি (২২), বাতিখালীর সহকারী জজ সুজাতা আমিন (২৯), চাঁদখালীর কমলাপুরের নাসরিন খাতুন (৩২) ও রাড়ুলীর শ্রীকন্ঠপুরের ফিরোজা খাতুন (৫৫)।
অন্যদিকে শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি সাবেক প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলির সভাপতিত্বে অনুষ্ঠেয় বেগম রোকেয়া দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, মিহির বরণ মন্ডল, প্রধান শিক্ষক অনিতা রানী মন্ডল, ব্যাংকার প্রজিৎ রায়, ব্যবসায়ী ইলিয়াস হোসেন, পঞ্চানন সরকার প্রমুখ।
