পাইকগাছা সংবাদদাতা
পাইকগাছায় বড় শ্বশুরের দায়ের করা হত্যা চেষ্টার মামলায় আপন ছোট ভাইয়ের জামাতাসহ সব আসামি আদালত থেকে জামিন পেয়েছেন।

সর্বশেষ ৩ ডিসেম্বর পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পান মামলার ১ নং আসামি রকি মাখাল (২৭), জুয়েল মাখাল (২৮) ও আগস্টিন মাখাল (৪৫)। এপর আগে একই আদালত থেকে জামিন পায় রিংকু বৈরাগী (২৫), রনি মাখাল (২৫), গিটটু সরকার সম্রাট (২৫) ও রানা সরকার (৩০)। এরা সকলেই পৌরসভার বাতিখালী খ্রিষ্টান পল্লীর বাসিন্দা।

আসামি পক্ষের আইনজীবী শেখ বারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, পৌরসভার খ্রিষ্টান পল্লীতে আপন দু’ ভাই রনজিৎ (মিকায়েল) মাখালের সাথে তার আপন ছোট ভাই রবীন মাখালের ভিটেবাড়ীর জমি নিয়ে বিরোধের জেরে গত ১৮ অক্টোবর উভয়ের মধ্যে মারপিটের ঘটনা ঘটলে ছোট ভাই রবীনের শ্বশুর আগস্টিন সরকারকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে গত ২ নভেম্বর ভোরে থানার অদুরে শিবসা নদীর চরে কাঁদায় মুখ বাঁধা অবস্থায় রনজিৎ মাখালের ছেলে রিপন মাখালকে (৩৮) পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে রিপনের বাবা বাদী হয়ে গত ৬ নভেম্বর ছোট ভাই রবীনের জামাতা রকি মাখাল, তার শ্বশুর আগস্টিন সরকারসহ ৭ ব্যক্তির বিরুদ্ধে পাইকগাছা থানায় হত্যা চেষ্টা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনজুর রহমান জানান, দ্রুত এ মামলার রহস্য উন্মোচন করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version