পাইকগাছা সংবাদদাতা
পাইকগাছা মৎস্য আড়ৎদারি সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান বুধবার বিকেলে সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সমিতির বিদায়ী সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক আমির হোসেন ও তোরাব আলী। শপথ গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি আব্দুল জব্বার, সহ সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক বেল্লাল মোড়ল, কোষাধ্যক্ষ হারুন অর রশীদ, পরিচালক যথাক্রমে হাফিজুর রহমান, মো. কামাল, আব্দুল মালেক, ফুলমিয়া ও সালাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, আলমগীর হোসেন, মোখলেছুর রহমান ও রিপন কুমার। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির অফিস সহকারী রেজাউল ইসলাম।

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি অত্র সমিতির ব্যবস্থাপনা পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version