পাইকগাছা সংবাদদাতা
খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন আকস্মিকভাবে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে হঠাৎ করে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে হাসপাতালের অপারেশন থিয়েটার,
প্রসূতি ওয়ার্ড, নারী-পুরুষ ওয়ার্ড পরিদর্শন করে স্বাস্থ্যসেবা নিয়ে ভর্তি রোগিদের সাথে খোলা-মেলা কথাবার্তা বলেন।
এ সময় রোগি ও তাদের স্বজনরাসহ হাসপাতালের চিকিৎসকরা চাহিদা মত ডাক্তার ও জনবল বৃদ্ধির দাবি করলে তিনি দ্রুত এ সমস্যা সমাধানের আশ্বাস দেন।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান,
জুনিয়র কলসালটেন্ট গাইনী ডা. সুজন কুমার সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার মন্ডলসহ সংশ্লিষ্টরা।

