বাংলার ভোর প্রতিবেদক

সাতক্ষীরায় চলমান পরিস্থিতিতে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, চাঁদাবাজি, মারপিটসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকায় সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক শেখ রিজভী আহমেদকে গত ৪ সেপ্টেম্বর সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক বহিস্কার করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে পাটকেলঘাটার কুমিরা ইউনিয়নের বেশ কিছু পরিবার বহিস্কৃত শেখ রিজভী আহমেদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন। তাদের মধ্যে শেখ আজিজুল ইসলাম, মনিরুজ্জামান মনি, মোহাম্মদ গোলাম সরদার, জসিম সরদার সহ অনেকে।

ভুক্তভোগীদের দাবি ৫ আগস্ট রিজভী ও তার দলবল হামলা চালিয়ে তাদের বাড়িঘর লুট ও অগ্নি সংযোগ করে আনুমানিক ৮ লাখ টাকা এবং ৩০ ভরি স্বর্ণালংকার ও ২৬ টি গরু নিয়ে যায়। এ সংক্রান্ত একটি বক্তব্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছিলাম। এখন সে বক্তব্য ফিরিয়ে নেয়ার জন্য আমাদেরকে বিভিন্নভাবে ণ্ডমকি ধামকি ও প্রাণনাশের চেষ্টা চালাচ্ছে।

এমতাবস্থায় আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি। এ সকল বিষয়ে বহিষ্কৃত আহবায়ক শেখ রিজভী আহাম্মেদের ব্যবহারিত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সংযোগ পাওয়া যায়নি।

Share.
Exit mobile version