পাটকেলঘাটা সংবাদদাতা
পাটকেলঘাটা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার বিকেলে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সম্পাদক আব্দুল মোমিনের আহবানে সভাপতি শেখ জহুরুল হকের সভাপতিত্বে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের কমিটির বিলুপ্ত ঘোষণা করে আব্দুল মোমিনকে সভাপতি (দৈনিক ভোরের ডাক) ও ইয়াছীন আলী সরদারকে সাধারণ সম্পাদক (দৈনিক নয়া দিগন্ত) করে ১৭ জন কার্যকরীসহ ৩৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি নজমুল হক খান (দৈনিক সংগ্রাম) সহ-সভাপতি নাজমুল হক (দৈনিক জন্মভূমি), যুগ্ম সাধারণ সম্পাদক, শাহিন আলম (দৈনিক পত্রদূত), সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল (দৈনিক আজকের তথ্য), অর্থ সম্পাদক আতাউর রহমান (সাতক্ষীরার সকাল), দপ্তর সম্পাদক খাইরুল আলম সবুজ (দৈনিক সুপ্রভাত), ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক আলমগীর হোসেন (দৈনিক মানবাধিকার), প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনি (দৈনিক সাতঘরিয়া)। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক খান।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version