প্রতিবেদক
যশোর পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডের অসহায় দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) বিকেলে শহরের পালবাড়ী মোড় এলাকায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর নিজস্ব অর্থায়নে দুই শতাধিক নারী-পুরুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণে দেশের সর্বস্তরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের নিম্নআয়ের মানুষের ভাগ্য পরিবর্তন হয়। বিএনপি নির্বাচনে না আসার কারণে বিএনপিরই ক্ষতি হয়েছে। বিএনপির সাথে জনগনের দূরত্ব তারা নিজেরাই তৈরি করেছে। বিএনপি আজ জনগন বর্জন করেছে।
জেলা যুবলীগের সহ-সভাপতি তহিদুর রহমান তহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোশারফ হোসেন, জেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম, সহ-অর্থ বিষয়ক সম্পাদক কামাল খাঁন পর্বত, থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাদীউজ্জামান চিমা, যুবলীগ নেতা অরিছুল ইসলাম মাসুদ, আলমগীর হোসেন, দেলোয়ার হোসেন টিটোসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
শিরোনাম:
- কোটচাঁদপুর সরকারি কলেজ ছাত্রশিবিরের নবীণবরণ
- হাইকোর্টের আদেশ উপেক্ষা : ফ্যাসিস্টের রিপ্লেসে ‘দখল’ যশোর সিটি ক্যাবল
- যশোরে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- মণিরামপুরের গৃহবধূকে আত্মহত্যা প্ররোচনা স্বামী-শ্বশুরের নামে চার্জশিট
- চোখে ‘শর্ষে ফুল’ দেখা সাজেদার এখন ফুলেল জীবন
- মৌমাছি স্কুলে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
- যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি সংবর্ধনা
- সংগ্রামী রূপা খাতুনের সাবলম্বী হওয়ার গল্প