প্রতিবেদক
যশোর পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডের অসহায় দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) বিকেলে শহরের পালবাড়ী মোড় এলাকায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর নিজস্ব অর্থায়নে দুই শতাধিক নারী-পুরুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণে দেশের সর্বস্তরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের নিম্নআয়ের মানুষের ভাগ্য পরিবর্তন হয়। বিএনপি নির্বাচনে না আসার কারণে বিএনপিরই ক্ষতি হয়েছে। বিএনপির সাথে জনগনের দূরত্ব তারা নিজেরাই তৈরি করেছে। বিএনপি আজ জনগন বর্জন করেছে।
জেলা যুবলীগের সহ-সভাপতি তহিদুর রহমান তহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোশারফ হোসেন, জেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম, সহ-অর্থ বিষয়ক সম্পাদক কামাল খাঁন পর্বত, থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাদীউজ্জামান চিমা, যুবলীগ নেতা অরিছুল ইসলাম মাসুদ, আলমগীর হোসেন, দেলোয়ার হোসেন টিটোসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
শিরোনাম:
- ‘নদী বাঁচাও-দেশ বাঁচাও-মানুষ বাঁচাও’
- ২২ এপ্রিল ভবদহ পরিদর্শনে আসছেন দুই উপদেষ্টা
- যশোরে টিআরসি নিয়োগ পরীক্ষা : প্রথম দিন শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই
- বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত
- পল্লী সঞ্চয় ব্যাংকের বিভাগীয় ক্যাম্পেইন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- শেকড়ের উদ্যোগে শিশুদের ফল উৎসব
- যশোরে গ্রাম আদালত প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
- যশোরে সচেতন ওলামা সমাজের উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্প