ছুটিপুর সংবাদদাতা
চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের খলশি বাজার জামায়াতে ইসলামী বাংলাদেশ পাশাপোল ইউনিয়ন শাখার কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এ কার্যালয় উদ্বোধন করাহয়।
ইউনিয়ন আমির হযরত মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ। উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, শামসুর রহমান, অর্থ সম্পাদক মাস্টার ইমদাদুল হক, মাস্টার রহিদুল ইসলাম খান, যুব জাময়াতের মাওলানা শাহ আলম। ইসলামি সংগীত পরিবেশন করেন মাওলানা মিকাইল হাসান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর আলম।