বেনাপোল সংবাদদাতা
যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামের প্রতিবন্ধী একটি পরিবার তাদের তিন বছর বয়সী কিডনি রোগে আক্রান্ত একটি শিশুকে বাঁচাতে সবার কাছে আর্থিক সাহায্য চায়।

হরিশ্চন্দ্রপুর গ্রামের আব্দুর রাজ্জাক (৪০) দৃষ্টি প্রতিবন্ধী। তিনি ডান চোখে কিছুই দেখেন না। বাম চোখে অল্প অল্প দেখতে পান। তার স্ত্রী শেফালী খাতুন (৩২) বাক প্রতিবন্ধী। স্পষ্ট ভাবে কথা বলতে পারেন না। তাদের ছোট ছেলে আব্দুর রহমানের বয়স তিন বছর।

শিশু আব্দুর রহমান কিডনি রোগে আক্রান্ত। তার বাম ও ডান কিডনিতে পাথর রয়েছে। চিকিৎসকরা বলেছেন অপারেশন ছাড়া ওষুধে পাথর নির্মূল সম্ভব নয়। অপারেশন করতে ৭০ থেকে ৮০ হাজার টাকা খরচ পড়বে।

এ পর্যন্ত গ্রামে ও গোগা বাজারে চাঁদা তুলে চিকিৎসা খরচ করা হয়েছে। তাদের সম্পদ বলতে মাত্র দেড় কাঠা মাত্র ভিটে বাড়ি। বিক্রি করলে পথে বসতে হবে রাজ্জাকের। আবার অতি আদরের সন্তানটিকেও বাঁচাতে হবে। এ অবস্থায় তারা এখন দিশেহারা। তাই সন্তানকে বাঁচাতে আকুতি জানিয়েছেন সবার কাছে। শিশুটির পিতা আব্দুর রাজ্জাকের বিকাশ নম্বর ০১৭৪৬-৯১১৮২৪। হৃদয়বান ব্যক্তিদের এ নাম্বারে আর্থিক সাহায্য পাঠানোর অনুরোধ জানিয়েছেন প্রতিবন্ধী পরিবারটি।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version