বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর, বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩৭ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সোমবার সকালে যশোরের সিনিয়র জেলা নির্বাচন অফিসারের সভাকক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ। প্রতীক পেয়েই প্রচারণায় ঝাঁপিয়ে পড়েছেন প্রার্থীরা। শহর, গ্রাম সবখানেই প্রার্থীদের প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে তিন উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামি ২৯ মে।
যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। তবে, অন্য একজন প্রার্থীর বিষয়ে উচ্চ আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নির্বাচন অফিস। চেয়ারম্যান পদে প্রতীক প্রাপ্তরা হলেন, শফিকুল ইসলাম জুয়েল (কাপ পিরিচ), ফাতেমা আনোয়ার (ঘোড়া), তৌহিদ চাকলাদার ফন্টু (মোটরসাইকেল), আনোয়ার হোসেন বিপুল (দোয়াত কলম), মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী (আনারস), মোহিত কুমার নাথ (শালিক পাখি)।
ভাইস চেয়ারম্যান প্রতীক পাওয়া ৫ প্রার্থী হলেন, শেখ জাহিদুর রহমান (বৈদ্যুতিক বাল্ব), কামাল খান (তালা), মনিরুজ্জামান (উড়োজাহাজ), সুলতান মাহমুদ বিপুল (টিউবওয়েল), শাহজাহান কবির শিপলু (চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী হলেন, বাশিনুর নাহার ঝুমুর (ফুটবল), জ্যোৎস্না আরা বেগম (কলস), শিল্পী খাতুন (হাঁস)।
অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। এর মধ্যে রবিন অধিকারী আনারস ও সরদার অলিয়ার রহমান মোটর সাইকেল প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় আখতারুজ্জামান তারু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী লড়বেন। সাফিয়া খানম হাঁস, লায়লা খাতুন কলস ও মিনারা পারভীন ফুটবল প্রতীক পেয়েছেন।
বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। তারা হলেন, মাসুম রেজা (হেলিকপ্টার), এফএম আশরাফুল কবির ওরফে বিপুল ফারাজি (মোটরসাইকেল), রাজীব কুমার রায় (ঘোড়া), হাসান আলী (আনারস), সেলিম রেজা (কাপ পিরিচ) ও আব্দুর রউফ (দোয়াত কলম)। ভাইস চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। তারা হলেন, আসাদুজ্জামান (টিউবওয়েল), গোলাম ছরোয়ার (তালা), নাজমুল হুসাইন (চশমা), শাহজালাল (বই), এনায়েত হোসেন লিটন (মাইক), তাওহিদুর রহমান (উড়োজাহাজ) ও জয়নাল আবেদীন (টিয়া পাখি) । মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী লড়বেন। তারা হলেন, শামসুন্নাহার (ফুটবল), বিথীকা বিশ্বাস (পদ্মফুল), রেক্সনা খাতুন (কলস) ও মিসেস দিলারা জামান (প্রজাপতি)।
প্রার্থীরা প্রতীক বরাদ্দের পরেই প্রচারণায় নেমে পড়েছেন। মাইকিং ও পোস্টার ছাপিয়ে জনগণের দোরগোড়ায় ছুটছেন প্রার্থীরা। অনেক প্রার্থী প্রতীক পাওয়ার পর শহরের বকুলতলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ম্যুরালে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে প্রচারণা শুরু করেছেন।