বাংলার ভোর প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার মণিরামপুরে গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
রোববার উপজেলার শ্যামকুড় ইউনিয়নে ও মণিরামপুর পৌরসভায় এক হাজার নারী-পুরুষের মাঝে ঈদ উপহার শাড়ি, লুঙ্গি এবং নগদ অর্থ বিতরণ করেন যশোর-৫ আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী। এ সময় তিনি বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছরের ন্যায় এবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঈদ উপহার বিতরণ করেছি। বর্তমান সরকার জনবান্ধব সরকার। সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের কল্যাণে কাজ করছে সরকার।
ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন এমপির পিতা সমাজসেবক জবেদ আলী সরদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, সাবেক পৌরসভার কাউন্সিলর গৌর কুমার ঘোষ, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জোনাব আলী, আহাদ আলী, ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু, উপজেলা যুবলীগ নেতা সবুজ ঘোষ, ঝন্টু পাটোয়ারী, মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সদস্য শরিফুল ইসলাম প্রমুখ।