ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ৭ হাজার ৭শ অস্বচ্ছল শীতার্ত নারী-পুরুষকে শীতের কম্বল দিয়েছেন ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। প্রধানমন্ত্রীর দেয়া উপহার কম্বল বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ পৌরসভার সামনে বিতরণ করা হয়। কম্বল বিতরণকালে পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম মধু, পৌরসভার সচিব মোস্তাক আহাম্মেদ, কাউন্সিলর সাদেক বিশ্বাস, মহিলা কাউন্সিলর অঞ্জুয়ারাসহ অন্যান্য কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা এবং জাহেদী ফাউন্ডেশনের কর্মকর্তা ইউনুস আলী উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, এই কম্বল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র ও অসহায় মানুষের শীতের তীব্রতা থেকে বাঁচাতে উপহার দিয়েছেন। ওই উপহারের সাথে জাহেদি ফাউন্ডেশনের অর্থায়নে তাদের ব্যক্তিগত কিছু শীতবস্ত্র একইসাথে বিতরণ করা হচ্ছে। যাতে অধিক সংখ্যক মানুষ শীত নিবারনে এসব পেয়ে উপকৃত হন।
হিজল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে অভুক্ত, গৃহহীন, শীতার্ত রাখবেন না। আর আমরাও কাউকে শীতার্ত রাখতে চাইনা। প্রয়োজনে পৌরসভায় সকল অস্বচ্ছল পরিবারের মাঝে বাড়িবাড়ি গিয়ে কম্বল পৌছে দেয়া হবে। ‘দাদাভাই’ বলে সুবিদিত তার বড়ভাই সদ্য নির্বাচিত সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদি মহুলের নাম উল্লেখ করে পৌর মেয়র হিজল বলেন, দাদা ভাই আপনাদের দোয়া আর সহযোগিতায় স¦তন্ত্র প্রার্থী হয়েও তার সততা ও কর্মনিষ্ঠার ফলে এমপি হয়েছেন। তিনি আরও ৩০ হাজার কম্বল বিতরণ করবেন। তাই এখন যারা পাচ্ছেন না তারা হতাশ হবেন না, সবাইকে কম্বল দেয়া হবে বলে আশ^স্ত করেন তিনি।
শিরোনাম:
- নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে শরণখোলার জেলেরা
- মাগুরায় উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ক মতবিনিময়
- সাতক্ষীরায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ
- চৌগাছায় স্বেচ্ছাশ্রমে আড়াই কিলোমিটার রাস্তা সংস্কার করলেন জামায়াতের কর্মীরা
- ৫ম বর্ষে বেনাপোল বন্ধন ব্লাড ফাউন্ডেশন : নানা আয়োজনে উদযাপন
- যশোরে বিটিএইচ স্পেলিং বি ঘিরে উৎসবের আবহ
- ঝিকরগাছায় ভ্যানচালক মাসুদ খুন আটক মামুনের স্বীকারোক্তি
- বাঘারপাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দর্শকের উপচেপড়া ভিড়

