বাংলার ভোর প্রতিবেদক
প্রাচ্য আকাদেমি যশোরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দুই দিনের নানা কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। প্রতিষ্ঠাবার্ষিকিতে একটি বিশেষ চিত্রপ্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার সকালে প্রাচ্যসংঘ যশোরের ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা বেনজিন খান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠে তিনি বলেন, প্রাচ্য আকাদেমি ১৯৮৪ সালে শিশুদের জন্য ‘বিজ্ঞানী পাঠাগার’ হিসেবে যাত্রা শুরু করেছিল, বর্তমানে দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠেছে। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে শিশুদের মধ্যে সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করা। ২০১৭ সালে প্রতিষ্ঠিত প্রাচ্য আকাদেমি এখন ফাইন আর্টস এবং সংস্কৃতির নানা শাখায় শিক্ষা প্রদান করছে।
এছাড়া, প্রাচ্য আকাদেমি সম্প্রতি ‘সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ’ এর অধীনে অনুমোদিত শিক্ষা বোর্ডের সঙ্গে যুক্ত হয়ে আন্তর্জাতিক পর্যায়ে সঙ্গীত ও সংস্কৃতির শিক্ষা প্রদান করছে। প্রতিষ্ঠানের শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত রয়েছে কন্ঠসঙ্গীত, যন্ত্রসঙ্গীত, নৃত্য, চিত্রকলা, নাটক, আবৃত্তি এবং চলচ্চিত্র নির্মাণের প্রশিক্ষণ।
সংবাদ সম্মেলনে প্রাচ্য আকাদেমির সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রাচ্য সংঘ যশোরের সিনিয়র সদস্য শাহিদ হোসেন, এ জে মনিরুল ইসলাম মনু, ইয়াছিন আলী, প্রাচ্য আকাদেমির প্রিন্সিপল আশরাফ আলী প্রমুখ।
প্রতিষ্ঠানটির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন কমিটি ২০২৪-এর পক্ষ থেকে সকলকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। বিকেল সাড়ে ৩ টা থেকে ধারাবাহিক ভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক সভা অনুষ্ঠিত হবে।