বাংলার ভোর প্রতিবেদক
প্রেসক্লাব যশোরের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রেসক্লাবের দ্বিতীয় তলায় শহীদ সাংবাদিক গোলাম মাজেদ অডিটোরিয়ামে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতারের আগে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান।

ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি একরাম উদ-দ্দৌলা, দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার রুকুনউদ্দৌল্লাহ, দৈনিক বাংলার ভোর সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, প্রেসক্লাব যশোরের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন জাকির ও বিনয়কৃষ্ণ মল্লিক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর বাবু,  দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু, ক্লাবের জীবন সদস্য এজাজ উদ্দিন টিপু প্রমুখ।

ইফতার মাহফিলে যশোরে কর্মরত জাতীয় ও স্থানীয় দৈনিক, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক সদস্যরা অংশ নেন। ইফতাররের পূর্বে প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির মুক্তি কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন প্রেস ক্লাবের সদস্য এসএম সোহেল।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version