বাংলার ভোর প্রতিবেদক
ইয়েমেন ও ফিলিস্তিনে মার্কিন সাম্রাজ্যবাদ ও তার দালাল দোসরদের নেতৃত্বে হামলার প্রতিবাদে যশোরে প্রতিবাদ সভা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় শহরের রেল রোড ফুড গোডাউনের সামনে বিপ্লবী ছাত্র যুব আন্দোলন যশোর জেলা শাখার আয়োজনে এ প্রতিবাদ সভা হয়। সভায় বক্তব্য রাখেন সুমাইয়া শিকদার ইলা, সামিয়া বিশ্বাস, নাহিদা সুলতানা সেতু, সুরাইয়া সিকদার এশা প্রমুখ।
বক্তারা সাম্রাজ্যবাদী যুদ্ধের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, সংখ্যালঘুসহ সর্বস্তরের জনগণের বিপ্লবই শুধু জাতিসমূহকে সাম্রাজ্যবাদ ও আঞ্চলিক সম্প্রসারণবাদ থেকে মুক্তি দিতে পারে। একইসাথে তারা সর্বস্তরের জনগণকে এই সাম্রাজ্যবাদী অন্যায় যুদ্ধ এবং আগ্রাসনের বিরোধিতা ও প্রতিবাদ করার জন্য আহ্বান জানায়।