বাংলার ভোর প্রতিবেদক
ফিলিস্তিনে মুসলিমদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিভিন্ন সংগঠন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ শুক্রবার দুপুরে শহরের রেলগেট মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এরপর মিছিলটি শহরের মুজিব সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’; ‘দুনিয়ার মজলুম এক হও লড়াই করো’; ‘ওহুদের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’; ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো’সহ ইসরায়েলের হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাদের হাতে ফিলিস্তিনের পতাকা ও হামলার প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘পশ্চিমা মানবতাবাদীরা সব জায়গায় মানবতার ফাঁকা বুলি আওড়ান। অথচ ফিলিস্তিনের বেলায় তাদের মানবতা কাজ করে না। তারা ইসরায়েলকে সর্ব প্রকার সহযোগিতা করে, তাদের এ দ্বিচারিতা বন্ধ করতে হবে। ইসরায়েলকে তারা অন্ধের মতো ভক্তি করে। তাদের প্রতি আমাদের তীব্র ঘৃণা। বিশ্বের সব দেশকে আহ্বান জানাই যেন তারা তাদের নীরবতা ভেঙে মজলুম ফিলিস্তিনের পাশে দাঁড়ায়। সমাবেশে নেতারা একসঙ্গে ঐক্য গড়ে তুলে প্রতিরোধ তৈরি করার আহ্বান জানান।
জাতীয় নাগরিক পার্টি
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ও ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি যশোর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে বিক্ষোভ মিছিলটি মুজিব সড়কস্থ মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে প্রেসক্লাব যশোরের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন জাতীয় নাগরিক কমিটি যশোর জেলা শাখার প্রতিনিধি এস কে আসিফ সোহান। এ সময় উপস্থিত ছিলেন শিহাব উদ্দিন, আমানউল্লাহ আমান, আশালতা প্রমুখ।
বিক্ষোভ মিছিলে বক্তারা গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান। ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর বোমা হামলায় হাজারো নিরপরাধ মানুষের হত্যার তীব্র নিন্দা জানান। তারা বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রায় অর্ধ শত নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
ইসলামী ছাত্র আন্দোলন
ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ করেছে।
শুক্রবার দুপুর ৩টা থেকে বিক্ষোভ মিছিলটি আইসিএবি মিলনায়তন থেকে শুরু হয়ে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আলাউদ্দীন মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইন।
বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি এইচ এম মহসিন শেখ, ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারি গাজীও সহিদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতী আবু জর বিন হাফিজ, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ শাকিল আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ রেজওয়ান আহমেদ, দাওয়াহ সম্পাদক হাসিবুর রহমান, তথ্য গবেষণা প্রচার সম্পাদক মুহাম্মদ আরিফ বিল্লাহ, প্রকাশনা দপ্তর সম্পাদক রফিকুল হক রিফাত, অর্থ ও কল্যাণ সম্পাদক তারিক আল হোসাইন, বিশ্ববিদ্যালয় সম্পাদক আব্দুর রহমান সামাউন, কওমী মাদরাসা সম্পাদক হুসাইন আহমেদ, আলিয়া মাদরাসা সম্পাদক মাসুদুর রহমান, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মদ ইমরান হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ আবু হুরায়রা প্রমুখ।