পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় বিয়েতে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির জেরে বিয়ে না করেই চলে যান বরপক্ষ। এর ৪ দিন পর কনের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
গত সোমবার উপজেলার লতা ইউনিয়নের মুনকিয়া গ্রামের ঠাকুরদাস মন্ডলের মেয়ে তুলি মন্ডলের (১৮) সঙ্গে সুদীপ্ত মন্ডলের (২৫) বিয়ের আয়োজন করা হয়। সুদীপ্ত বটিয়াঘাটাা উপজেলার কাইয়ুমখোলা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, গোধূলিলগ্নে বিয়ের কাজ সম্পন্ন হওয়ার কথা। কিন্তু বরপক্ষের লোকেরা রাত ৯টার দিকে আসায় গোধূলি লগ্ন পার হয়ে যাওয়ায় বিয়ে হয়নি। পরে রাত ১২টা বা ৩টার লগ্নে বিয়ের কাজ সম্পন্ন করতে চেয়েছিল মেয়েপক্ষ। ছেলেপক্ষ তাতে রাজি না হয় রাত ১০-১১টার মধ্যে বিয়ের কাজ শেষ করতে বলেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ সময় ছেলেপক্ষের লোকেরা ক্ষুব্ধ হয়ে চলে যান।
পরবর্তীতে ছেলে পক্ষ বিয়ের জন্য মেয়েপক্ষের সঙ্গে যোগাযোগ করে। তাতে মেয়েপক্ষ রাজি না হওয়ায় কনে তুলি ক্ষুব্ধ হয়ে ৪ দিন পর শুক্রবার সন্ধ্যায় নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকেরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।
পাইকগাছা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সুরতহাল রিপোর্ট শেষে লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

Share.
Exit mobile version