বাংলার ভোর প্রতিবেদক
আমরা ১৮ কোটির বাংলাদেশ। বিশ্বের উন্নত দেশ এখানে আসবে। আমরা কারো প্রভুত্ব মেনে নিবো না বলে মন্তব্য করেছেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন, যখন যে ঘটনা ঘটে তখন সেটা যথাযথভাবে সংরক্ষণ না করার কারণে নতুন প্রেক্ষাপটে ইতিহাস বিকৃত হওয়ার সম্ভাবনা থাকে। ২৪ সালে এসে যে গণ আন্দোলন হয়েছে, তার ইতিহাস যথাযথভাবে সংরক্ষণ করার সময় এসেছে এখন। ১৯৭১ সালের ২৫ শে মার্চ গণহত্যা হয়েছে। সংখ্যা, ঘটনার বর্ণনার ক্ষেত্রে মত পার্থক্য থাকতে পারে। কিন্তু ঘটনার ক্ষেত্রে কোনো মত পার্থক্য নেই।
আলোচনা সভা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যশোরের পুলিশ সুপার রওনক জাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বীর মুক্তিযোদ্ধা এএইচএম মুযহারুল ইসলাম মন্টু, আফজাল হোসেন দোদুল, সরোয়ার হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, লেখক গবেষক বেনজীন খান, জাতীয় নাগরিক পার্টির সংগঠক সাকিব শাহরিয়ার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহবায়ক রাশেদ খান প্রমুখ।
আলোচনা সভা শেষে বাংলাদেশ শিশু একাডেমি যশোর আয়োজিত গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কণ, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতায় ৩ টি গ্রুপে ৩৭ জনের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।