বাংলার ভোর প্রতিবেদক
তৃতীয়ধাপে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচন বুধবার উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এফএম বিপুল ফারাজি বিজয়ী হয়েছেন।
এ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এনায়েত হোসেন লিটন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দিলারা জামান জয়ী হয়েছেন। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলে। উৎসবমুখর ও শন্তিপূর্ণ পরিবেশে ভোটাররা এদিন ভোট দেন। প্রথমবারের মতো এই উপজেলার ৭০টি কেন্দ্রে ইভিএম মেশিনে ভোটগ্রহণ হয়।
নির্বাচনের ফলাফল ঘোষণা করে রিটানিং কর্মকর্তা আব্দুর রশিদ জানান, মোটরসাইকেল প্রতীকে এফএম আশরাফুল কবির বিপুল ফারাজী ৫২ হাজার ১৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রাজীব কুমার রায় ঘোড়া প্রতীকে ২০ হাজার ৮১৪, আব্দুর রউফ মোল্লা দোয়াত কলম প্রতীকে ১৫ হাজার ৬১৬, মাসুম রেজা হেলিকপ্টার প্রতীকে ১৪৮৪, সেলিম রেজা কাপ-পিরিচ প্রতীকে ৭৪৬ ও হাসান আলী আনারস প্রতীকে ৫৭০ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে এনায়েত হোসেন লিটন মাইক প্রতীকে ৩৪ হাজার ৮০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএম শাহাজালাল বই প্রতীকে ১২ হাজার ৮৬২, তাওহিদুর রহমান উড়োজাহাজ প্রতীকে ১১ হাজার ১৪৫, আসাদুজ্জামান চিশতি টিউবওয়েল প্রতীকে ৯ হাজার ৮১৭, জয়নাল আবেদিন টিয়া পাখি প্রতীকে ৯ হাজার ২০২, নাজমুল হুসাইন নান্নু চশমা প্রতীকে ৯ হাজার ১৯৯ ও গোলাম সরোয়ার তালা প্রতীকে ৩ হাজার ৯৭৫ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে দিলারা জামান প্রজাপতি প্রতীকে ২৬ হাজার ৩৭৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শামছুন্নাহার ফুটবল প্রতীক ২২ হাজার ৮১১, রেক্সনা খাতুন কলস প্রতীকে ২১ গাঁজার ৯ ও বিথীকা বিশ্বাস পদ্মফুল প্রতীকে ২০ হাজার ১৫৩ ভোট পেয়েছেন।
এ উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের ৭০ টি ভোট কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১,৮৯২৫১।