বাঘারপাড়া সংবাদদাতা

শুক্রবার যশোরে বাঘারপাড়া থানা পুলিশ এক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত ৮ জনকে আটক করেছে।

পুলিশের হাতে আটকরা হচ্ছেন বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামের রাজিব হোসেন (৩৫), বরহমপুর গ্রামের সেলিম রেজা (৩৮), নলডাঙ্গা গ্রামের বদর উদ্দিন (৪১), বেতালপাড়া গ্রামের রানা হোসেন (৩৩), বেতালপাড়া গ্রামের বাবুল মন্ডল (৫০), বেতালপাড়া গ্রামের রাজিব হোসেন (৩২), বেতালপাড়া গ্রামের ইন্তাজ উদ্দিন (৩৮), খানপুর গ্রামের ফরহাদ (৩২), শ্রীরামপুর গ্রামের সুলতান (৭০)। আটকদের শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

Share.
Exit mobile version