কেশবপুর সংবাদদাতা

যশোরের কেশবপুর বায়সা শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত সভাপতির সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় দ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফের সভাপতিত্বে মতবিনিময় সভায় নবনির্বাচিত সভাপতিকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় শেষে শিক্ষার্থীদের নিজ হাতে মিষ্টি বিতরণ করেন নবনির্বাচিত সভাপতি ও যশোর জেলা পরিষদ সদস্য টিপু সুলতান। এ সময় উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য শহিদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি শাহাবুদ্দিন আলম, সুজিত মন্ডল ও প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি বিদ্যালয়ের মাঠে গাছের চারা রোপণ করেন।

Share.
Exit mobile version