বাংলার ভোর প্রতিবেদক
তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ও সবুজ একাডেমির উদ্যোগে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার সকালে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠা সদস্য রমজান আলী।
আরও উপস্থিত ছিলেন, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক শামীম রেজা অর্ণব, যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহম্মেদ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন, যুবনেতা রবিউল ইসলাম, সোহেল রানা, ছাত্রদল নেতা মাহমুদ ইসলাম, রাজু আহমেদ প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন, সিনিয়র শিক্ষক বিশ্বজিৎ রায় ও পরিতোষ কুমার পাল। অনুষ্ঠান উপস্থাপনা করেন মাহমুদা বিলকিস জাহান ও সুবর্ণা সরকার।