বাংলার ভোর প্রতিবেদক
আজ বুধবার সকাল যশোর বেনাপোল সড়কের বেনাপোল সানরাইজ স্কুলের সামনে বাসের চাকায় পিষ্ট হয়ে ধান কাটা শ্রমিকের নিহত হয়েছে। নিহত ধান কাটা শ্রমিক মোস্তফা (৪৮)শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের আবুল ঢালীর ছেলে। এসময় আনিসুর রহমান (৩০) নামে আর একশ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাকে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আনিসুর রহমান একই গ্রামের রেজাউল মুন্সির ছেলে। বাসটি আটক করা হযেছে।
স্থানীয়রা জানান, মোস্তফা ও আরিচুর বাইসাইকেল চালিয়ে বেনাপোলের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৫টার দিকে বেনাপোলগামী গোল্ডেন লাইন পরিবহনের বাস তাদের চাপা দেয়।ফাযার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে নাভারন কমপ্লেক্সে নিয়ে আসেন। জরুরী বিভাগের ডাক্তার মোস্তফার মৃত্যু ঘোষণা করেন। স্থানীয়রা বাসটি আটক করলেও বাসের চালক এ হেলপার পালিযেছে। নিহত মোস্তফা ও আহত আনিসুর রহমান দুইজনই ধান কাটার শ্রমিক বলে দাবি করেছেন।