বিবি প্রতিবেদক
যশোরের বেনাপোলে ধান্যখোলা-জেলেপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্য রইশুদ্দিনের লাশ দু’দিন পর হস্তান্তর করেছে বিএসএফ। গতকাল সকাল সোয়া ১০টার দিকে ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল ও সহকারী পরিচালক মাসুদ রানা লাশটি গ্রহণ করেন। শার্শার শিকারপুর সীমান্তের মুক্তিযোদ্ধা খামারপাড়া ও ভারতের গাঙ্গুলিয়াপাড়া সীমান্ত আনুষ্ঠানিকভাবে মরদেহ হস্তান্তর করা হয়। পরে তার দেশের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে।
বিজিবি সূত্র জানায়, যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ শিকারপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ২৮ এসের কাছে গাঙ্গুলিয়া পাড়া দিয়ে বিজিবি সদস্য রইস উদ্দিনের লাশ হস্তান্তর করে বিএসএফ।
এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১০৭ ব্যাটালিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
এদিকে মরদেহ গ্রহণের পর নেয়া হয় যশোর জেনারেল হাসপাতাল মর্গে। সেখানে ময়নাতদন্ত শেষে দুপুরে ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, দক্ষিণ-পশ্চিম রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির, ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিলসহ পদস্থ কর্মকর্তারা অংশ নেন।
জানাজা শেষে বেলা ২টা ৫০ মিনিটে নিহত সৈনিক রইশুদ্দীনের মরদেহ হেলিকপ্টারযোগে তার গ্রামেরবাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শ্যামপুর সাহাপাড়ার উদ্দেশ্যে রওনা হয়। সেখানে নিহত বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) সদস্য মোহাম্মদ রইশুদ্দীনের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সন্ধ্যায় তাঁর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ভবানীপুর গোরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে সোমবার বিজিবি সিপাহী রইস উদ্দিন ধান্যখোলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন।
বিজিবি সূত্র জানায়, সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে বিজিবি যশোর ব্যাটালিয়নের ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট সংলগ্ন এলাকায় ভারত থেকে আসা একদল গরু চোরাকারবারিকে সীমান্ত অতিক্রম করে আসতে দেখে বিজিবির টহল দল তাদের ‘চ্যালেঞ্জ’ করে। চোরাকারবারিরা তখন দৌঁড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
বিজিবি টহল দলের সদস্য সিপাহী মোহাম্মদ রইস উদ্দিন চোরাকারবারিদের ধাওয়া করতে করতে ঘন কুয়াশার কারণে দল বিচ্ছিন্ন হয়ে পড়লে প্রাথমিকভাবে তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার বিষয়টি একাধিক সূত্র নিশ্চিত করে। এ ঘটনার পর পরই উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। পরে জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বিজিবি সদস্যের মৃত্যু হয়।
শিরোনাম:
- বার্ধক্য হোক ভালোবাসার
- চারুপীঠকে আর্থিক অনুদান দিল জেসিএফ কর্মীরা
- কোটচাঁদপুর পরিবার পরিকল্পনা অফিসের উঠান বৈঠক
- জীবননগর জুয়েলার্স সমিতির শপথ অনুষ্ঠিত
- যশোরে খালেদা হত্যা মামলায় ‘দত্তক’ ছেলের নামে চার্জশিট
- যশোরে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা হাজির হলেও ক্লাস হয়নি
- যবিপ্রবিতে ইংরেজি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
- যশোরে যাত্রীবাহী বাস থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার, যাত্রী আটক