নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল বলেছেন, টেকসই উন্নয়নের জন্য দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কিন্তু যশোর সদরের মতো একটি উপজেলায় কোন মাস্টার প্লান নেই। আমি বিজয়ী হলে প্রথম কাজ হবে এই উপজেলার উন্নয়নে একটি মাস্টার প্লান তৈরি করা। যাতে বর্তমান সরকারের ভিশন-৪১ বাস্তবায়নের পাশাপাশি যশোর সদর উপজেলার মানুষ টেকসই উন্নয়নের সুবিধা ভোগ করতে পারে।’
বৃহস্পতিবার (২৩ মে) কচুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের নতুন বাজারে দোয়াত-কলমের নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি যশোর সদর উপজেলাবাসীর ভাগ্যের পরিবর্তনের জন্য দোয়াত-কলম প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহবান জানান। এছাড়া কচুয়ার ১নং ওয়ার্ডের রায়মানিক গ্রামে, যশোর পৌরসভার ২, ৫ ও ৭ নং ওয়ার্ডে এদিন আনোয়ার হোসেন বিপুল নির্বাচনী পথসভায় বক্তব্য দেন। এর আগে বৃহস্পতিবার সকালে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, দড়াটানাসহ বিভিন্ন এলাকায় দোয়াত-কলমের লিফলেট বিতরণ করেন তিনি।
পথসভায় আনোয়ার হোসেন বিপুল আরো বলেন, ‘সাধারণ মানুষের সেবার লক্ষ্য নিয়েই আমি রাজনীতি করি। করোনার সময় আমি সেই পরীক্ষা দিয়েছি। মানুষের পাশে থেকে ৩০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী, ১০ হাজার মানুষকে রান্না করা খাবার ও আট হাজার পরিবারকে সবজি দিয়েছি। আমি বিজয়ী হলে সদর উপজেলা পরিষদ হবে শতভাগ সেবামূলক প্রতিষ্ঠান।’
২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু হানিফার সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ওয়াদুদ, আওয়ামী লীগ নেতা অধ্যাপক রেজাউল ইসলাম, মুকুন্দ বিশ্বাস, সাইদুর রহমান, কচুয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক অহিদুল ইসলাম, যুবলীগ নেতা মোহাম্মদ আলী ক্লে, জাকির খান, টুটুল খান, ফরহাদ আলম ও সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমরান হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা গাজী রাইয়ান মৌমন, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিকসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।