বাংলার ভোর প্রতিবেদক
সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ: ইকবাল কবির জাহিদযশোরের বাঘারপাড়া উপজেলার বাড়কিতে তিনদিনের অমল সেন স্মরণমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অমল সেনের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। বিকেলে বাকড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সরলা মঞ্চে ‘বৈষম্য সমতার সমাজ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর সাধারণ মানুষের প্রত্যাশা ছিল তারা শোষণের যাতাকল থেকে মুক্তি পাবেন। কিন্তু অন্তর্র্বতীকালীন সরকার মানুষের সেই প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সংস্কারের কথা বলা হচ্ছে। কিন্তু সংস্কার যদি এদেশের শ্রমিক, কৃষক, ছাত্র, নারী তথা শ্রমজীবী মানুষের কল্যাণের না হয় তাহলে সেই সংস্কার ব্যর্থতায় পর্যবসিত হবে।
অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সহ-সভাপতি কংকন পাঠকের সভাপতিত্ব সভাপতিত্বে আলোচনা সভায় আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে ইকবাল কবির জাহিদ বলেন, ফ্যাসিবাদের ভূত এখন এইসব মৌলবাদী চক্রের উপর ভর করেছে। পুলিশ তাদের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে।
আলোচনা করেন জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা কাজী নজরুল ইসলাম ফিরোজ, বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার সমন্বয়ক জিল্লুর রহমান ভিটু, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রণজিত বাওয়ালি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক রাশেদ খান, নারী মুক্তি পরিষদের কেন্দ্রীয় আহবায়ক স্বপ্না সুলতানা, কৃষক নেতা মিজানুর রহমান, যুবমৈত্রী নেতা মনজুরুল আলম, সিংগিয়া আদর্শ কলেজের শিক্ষক রমেশ চন্দ্র অধিকারী, সাবেক ব্যাংকার ঘণশ্যাম মজুমদার প্রমুখ।
আলোচনার আগে কমরেড অমল সেনসহ প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে বেলা ১২টায় বাঘারপাড়া উপজেলার বাকড়ীতে প্রয়াত কমরেড অমল সেনের সমাধিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে তিনদিনব্যাপী স্মরণমেলা শুরু হয়। শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ ও ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিত বাওয়ালী। এরপর দলের যশোর ও নড়াইল জেলা কমিটি, জাতীয় শ্রমিক ফেডারেশন, বিপ্লবী ছাত্রমৈত্রী, বিপ্লবী যুবমৈত্রী, নারী মুক্তি পরিষদ, বাকড়ী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীরা সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা শুরু হয়।
এদিকে, অমল সেন স্মরণে বাকড়ীতে বসেছে তিনদিন ব্যাপি গ্রামীণ মেলা। গ্রামীণ জনপদের বিভিন্ন সামগ্রি, মুখরোচক খাবার ও আগতদের বিনোদনের জন্য নাগরদোলাসহ বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে। দূর দূরন্ত থেকে মেলার মাঠে দর্শনার্থীরা ভিড় করছেন।
গ্রামীণ মেলার মাঠে আশুতোষ বিশ্বাস নামে একজন বলেন, অমল সেন স্মরণে এখানে ২২ বছর ধরে মেলা বসে। মেলায় অনেক দোকান বসে। দোকানিদের কেনাবেচা ভালো হয়। উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মেলা কমিটি। অমল সেন মেলার সময় এই এলাকায় উৎসব বিরাজ করে।
মনিরুল ইসলাম নামে এক দোকানি বলেন, প্রতিবছর আমরা অমল সেন মেলায় দোকান বসায়। এখানে কেনা বেচা ভালো হয়। আমরা আশা করছি এবছরও মেলায় লোক সমাগম হবে এবং ব্যবসা ভালো হবে।
শিরোনাম:
- শার্শা বিএনপির দুই নেতা বহিস্কার
- যশোরে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, সরবরাহ নেই কলেরা স্যালাইনের
- ক্রীড়া সংগঠক শহীদ আহমেদ স্মরণে দোয়া
- ফেরোমন ইণ্ডাস্ট্রিজের মাঠ দিবস
- যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
- রহিমার প্রেমের টানে নিভৃতপল্লীর বাসিন্দা আমেরিকার মার্ক হোগল
- শার্শায় সংখ্যালঘুর বসতভিটা দখলে মরিয়া দুই নেতা!
- খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল