বাংলার ভোর প্রতিবেদক
উপজেলার ভাইস চেয়ারম্যান ফেইসবুক লাইভে আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মিলনের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেন।
যশোর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের বিরুদ্ধে সাইবার সিকিউরিটি আইনে মামলা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সফিকুল ইসলাম জানান, বুধবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বাদী হয়ে সাইবার সিকিউরিটি আইনে মামলাটি দায়ের করেন।
মামলায় বলা হয়, “গত ১৫ ফেব্রুয়ারি সকালে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে মিলনের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন বিপুল। মিলন টাকা দিতে অস্বীকার করায় তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান বিপুল। এছাড়া মিলনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন এবং ফেইসবুকে বিভিন্ন মিথ্যা প্রচার চালিয়ে তাকে সভাপতির পদ থেকে সরিয়ে নেওয়ার হুমকি দেন বিপুল।
“শেষে চাঁদা না পেয়ে বিপুল হত্যার হুমকি দিয়ে চলে যান। তার জেরে গত ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিপুল তার নিজের ফেইসবুক থেকে লাইভে এসে শহিদুল ইসলাম মিলন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারসহ বিভিন্ন নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন।”
একজন বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে এ ধরনের প্রচারে মান ক্ষুণ্ন হয়েছে। শুধু তাই নয়, এসব বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে। এ কারণে বাদী মিলনের দুই কোটি টাকার মানহানি হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়।
পরিদর্শক সফিকুল বলেন, মামলা গ্রহণের পর পুলিশ বিপুলকে আটক করতে মাঠে নেমেছে।
এ বিষয়ে জানতে বিপুলের মোবাইল ফোনে একাধিক বার চেষ্টা করেও পাওয়া যায়নি।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version