বাংলার ভোর প্রতিবেদক
বিপ্লবী ছাত্র মৈত্রী যশোর জেলা শাখার একাদশ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) জেলা কার্যালয়ে দুপুরে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা এবং সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিলের উদ্বোধন ঘোষণা করেন বিপ্লবী ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদেকুল ইসলাম সোহেল।
যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক রায়হান বিশ্বাসের সঞ্চালনায় এবং কৌশিক রায়ের সভাপতিত্বে উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি সাদেকুল ইসলাম সোহেল, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলার সম্পাদক তসলিম উর রহমান, জাতীয় গনতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা কামাল হাসান পলাশ, সাবেক ছাত্র নেতা পলাশ বিশ্ববাস, কৃষক নেতা আসাদুজ্জামান পিল্টু, বিপ্লবী যুব মৈত্রীর কেন্দ্রীয় নেতা আহাদ আলি মুন্না, বিপ্লবী ছাত্র মৈত্রীর জেলা নেতা সাইহাম বিশ্বাস অর্ক প্রমুখ ৷
সমাবেশ শেষে কৌশিক রায়ের সভাপতিত্বে যশোর জেলা কার্যালয়ে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব গৃহীত হয়। পরবর্তীতে সংগঠনের রাজনৈতিক রিপোর্ট ও সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করা হয় এবং আগামী দিনের রাজনৈতিক করণীয় নির্ধারণ করা হয়। অধিবেশনে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে সাইহাম বিশ্বাস অর্ক সাধারণ সম্পাদক সামি মুসাহাব জামান সাহাব এবং হাবিবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। বিপ্লবী ছাত্র মৈত্রী, যশোর জেলার নেতৃত্বকে কেন্দ্রীয় সভাপতি সাদেকুল ইসলাম সোহেল সংগঠনের শপথ পাঠ করানোর মধ্য দিয়ে কাউন্সিল অধিবেশন সমাপ্ত হয়।