বাংলার ভোর প্রতিবেদক
৫ জুন যশোর সদর উপজেলার নির্বাচন। ভোট গ্রহণের সময় যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের নিয়ে ভোটারদের হিসেব-নিকাশ তত বাড়ছে। তবে ভোটররা বলছেন, যশোর সদর উপজেলার নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টু একজন যোগ্য, শিক্ষিত, সৎ এবং মানুষের সুখে-দুঃখে পাশে থাকে এজন্য থাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চান। বৃহস্পতিবার মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টু যশোর পৌরসভার ৩, ৪, ইছালী ও চাঁচড়া ইউনিয়নে গণসংযোগ, মতবিনিময় ও লিফলেট বিতণের সময় সংবাদিকদের একথা বলেন ভোটরা।
চাঁচড়া ইউনিয়নে বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, ‘দল দেখে এবার ভোট দেব না। কারণ, এলাকার উন্নয়ন ও ন্যায়বিচার যে প্রার্থী করতে পারবেন, এমন সৎ ও যোগ্য প্রার্থী দেখে ভোট দিতে চাই।’ তিনি আরও বলেন, গত তিন-চার বছরে সদর উপজেলাতে তেমন উন্নয়ন হয়নি। তৌহিদ চাকলাদার ফন্টু ভালো মানুষ, আমরা এবার তাকেই ভোট দেব। তৌহিদ চাকলাদার ফন্টুকে সদর উপজেলার চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।’
ইছালী ইউনিয়নের আব্দুল হালিম বলেন, আমি রাজনীতি করি না। তবে পেটের জন্য সারা দিন মাঠে কাজ করি। মোটরসাইকেল প্রতীকের তৌহিদ চাকলাদার ফন্টুকে দেখেছি মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে, তাকেই আমরা ভোট দিব।’ আজিজুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে যে প্রার্থী উন্নয়ন করবেন, তাকেই ভোট দিব। মোটরসাইকেল প্রতীকের প্রার্থীর ইমেজ, অতীত কর্মকাণ্ড, সবকিছু ভালো। তাকে আমরা চেয়ারম্যান চাই।
এদিকে, মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টু সাথে যশোর পৌরসভার ৩ নং ওয়ার্ডে গণসংযোগে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইউসুফ শাহিদ, সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সাবেক সহ সভাপতি শফিকুল ইসলাম সোহাগ, যুবলীগ নেতা শোভন, বিন্তু, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাসুদ হাসান কৌশিক। অপরদিকে, মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টু সাথে যশোর পৌরসভার ৪ নং ওয়ার্ডে গণসংযোগে উপস্থিত ছিলেন, ৪ নং ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, আওয়ামী লীগ নেতা শামীম জাকারিয়া, মুরাদ, শফি, তুষার, শৈবাল, টিপু, ফরহাদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী।