বাংলার ভোর প্রতিবেদক
বিশ্বব্যাংকের দল যশোরে পরিদর্শন করেছে। মঙ্গলবার বিকেলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আওতাধীন যশোর ওয়েল ফেয়ার সেন্টার পরিদর্শন করে প্রতিনিধি দল। পরিদর্শনকালে তারা ফিরে আসা অভিবাসী শ্রমিকদের সঙ্গে কথা বলেন। একই সাথে ওয়েল ফেয়ার সেন্টারের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ সেক (Abdoulaye Seck) বলেন, তারা প্রত্যাবাসনকারীদের জন্য সহায়তা অব্যাহত রাখবেন। বিভিন্ন দেশে ফিরে আসা ব্যক্তির তিক্ত অভিজ্ঞতার জন্য তারা হতবাক। ওয়েল ফেয়ার সেন্টারের প্রকল্পের কার্যক্রমে তারা সন্তুষ্ট।
এ সময় উপস্থিত ছিলেন বিশ^ব্যাংকের সামাজিক সুরক্ষা এবং চাকরির বৈশ্বিক অনুশীলন বিভাগের প্রাকটিক্যাল ম্যানেজার Cem Mete, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আরএআইএসই (RAISE) প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) সৌরেন্দ্র নাথ সাহা, বিশ্বব্যাংক ঢাকা অফিসের টাস্ক টিম লিডার আনেকা রহমান, বিশ্বব্যাংক, ঢাকা অফিস এমআইএস বিশেষজ্ঞ মাসুদ রানা, যশোর ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক তাজউদ্দিন।