শ্যামনগর সংবাদদাতা
‘মাটির নিচের পানি অশেষ নয়, আপনার সন্তানের স্বার্থে পানি ব্যবহারে যত্নশীল হউন’ এই প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলার শ্যামনগরে উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে খালি কলস হাতে নিয়ে কলসবন্ধন করেছেন উপকূলবাসী। শনিবার বেলা ১১টায় উপজেলার মুন্সিগঞ্জ মথুরাপুর গ্রামে এই কলসবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় সিডো সাতক্ষীরার আয়োজনে উপকূলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ এই কর্মসূচির বাস্তবায়ন করে। এ সময় স্থানীয় শতাধিক গৃহিনীরা পানির কলস নিয়ে নদীর তীরে অবস্থান নেন। কলসবন্ধনে তারা “টাকা দিয়ে পানি কিনে খেতে চাই না” পানি বাণিজ্যিকিকরণ বন্ধ করো, আর কতকাল লবণ পানি খেতে হবে?” সহ বিভিন্ন প্রতিবাদ সম্বলিত ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে নিজেদের দাবিগুলো তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য দেন শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম। তিনি বলেন, চারিদিকে শুধু পানি, নেই শুধু সুপেয় পানি। বার বার নদী ভাঙনের ফলে উপকূলের মিষ্টি পানির আধারগুলো লবণ পানিতে ডুবে যায়। খাওয়ার পানি সংগ্রহে উপকূলের নারীদের সবসময় সংগ্রাম করতে হয়। বাধ্য হয়ে পানি কিনে খেতে হয়। শরুবের ডিরেক্টর সোহেল রানা বলেন, উপকূলবাসীকে সুপেয় পানির নিশ্চয়তা রাষ্ট্রকেই দিতে হবে। হিমাদ্রি রাজ বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জলবায়ু যোদ্ধা রবিউল ইসলাম, শরুব ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবী তনুশ্রী মন্ডল, অর্পিতা মন্ডল, আব্দুস সালাম, রাজীব বৈদ্য প্রমুখ।
শিরোনাম:
- সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সাধারণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত
- জামায়াত কার্যালয় থেকে সরকারি সার-বিজ উদ্ধার
- ঝিনাইদহে চলছে গরিবের চাল নিয়ে চালবাজি
- উৎসবমুখর পরিবেশে শালিখা প্রেসক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত
- পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহয়তা বিতরণ
- যশোরে শাগুফ্তাস বিউটি ক্রিয়েশন অ্যাণ্ড পার্লারের উদ্বোধন
- সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মাগফিরাত কামনায় দোয়া
- সাংবাদিক সাগর-রুনি হত্যাসহ বিভিন্ন দাবি নিয়ে জেইউজে’র মানববন্ধন
