বাংলার ভোর প্রতিবেদক
বিশ্ব পানি দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসকের সভাকক্ষ অমিত্রাক্ষরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যশোরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, প্রাকৃতিক ওপেন সোর্স ধ্বংস হলে পরিবেশে নানা সমস্যার সৃষ্টি হবে। স্থানীয়ভাবে এ সমস্যা তৈরি হয়। এজন্য বৃষ্টি হলে নিম্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। গ্রীষ্মকালে পানি সংকট দেখা দেয়। এজন্য জেলার নদ-নদীগুলোর পানি প্রবাহ সচল রাখতে হবে। তা না হলে আগামী ২০ বছর পরে আরো বেশি সমস্যার সৃষ্টি হবে। সেই সাথে সরকারি জায়গায়গুলো বেদখল মুক্ত করতে হবে। নদীর জায়গাগুলো দখলের কারণে বৃষ্টি হলে নিম্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এসব কাজ করে আগামী প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী রেখে যেতে চাই।
এ সময় বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদ পারভেজ প্রমুখ।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, জেলায় ২০ নদীর তালিকা চুড়ান্ত করা হয়েছে। এসব নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য কাজ করছি। নদীর জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।