শার্শা সংবাদদাতা
বেনাপোল ল্যান্ড পোর্ট ইমপোর্টার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪ টায় বেনাপোলের দি সান রুফ হোটেল রহমান চেম্বারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সভাপতি নির্বাচিত হন মতিয়ার রহমান। সিনিয়র সহ-সভাপতি উজ্জ্বল বিশ্বাস, সহ-সভাপতি আব্দুল লতিফ, মো. মহিউদ্দিন ও সাজিদুর রহমান।

সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন লিপু, নূরুল আমিন বিশ্বাস এবং আব্দুল করিম।

এছাড়া এইচএম আবুল বাশার, ওসমান গণি, বাবুল হোসেন, শাহিন হোসেন, সন্তু বিশ্বাস, রফিকুল ইসলাম রয়েল, রয়েল হোসেন, কামাল হোসেন, আনিছুর রহমান, শামিম উদ্দিন গাজী, বাবুলাল বিশ্বাস, আতাউর রহমান, শেখর দাস ও মোহাম্মদ আলীসহ মোট ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সভা শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকল সদস্যকে একসাথে কাজ করার আহ্বান জানান।

Share.
Exit mobile version