বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার পল্লীতে পূর্ব শত্রুতার জেরে শাকিল রানা (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে। আহত শাকিল নারিকেলবাড়িয়া গ্রামের বাসিন্দা।
শনিবার (১১ মে) সকালে উপজেলার নারকেলবাড়িয়া গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় শার্শা থানায় মামলা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নারিকেলবাড়িয়া গ্রামে পূর্বশত্রুতার জেরে শাকিল রানা নামে এক যুবককে ৮/১০ জনের সংঘবদ্ধ দল হত্যার উদ্দেশ্যে দেশিয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।
পরে স্থানীয়রা টের পেয়ে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে ভর্তি আহত শাকিলের অবস্থা আশংকাজনক। শাকিলের পিতা বাদী হয়ে শার্শা থানায় মামলা করেছেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুজ্জামান জানান, এ ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।