বেনাপোল সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের শ্রমিক দল ও বাজার কমিটি উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বেনাপোল চেকপোস্ট এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও চেকপোস্ট বাজার কমিটির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন বেনাপোল চেকপোস্ট জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শার্শা আসনের বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সহ সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, পৌর যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু, যুগ্ম আহ্বায়ক আশরাফুল, যুগ্ম আহবায়ক মীর আলম, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, শার্শা সদর বিএনপির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পিন্টু রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ,বেনাপোল পরিবহন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৮৯১’র সভাপতি মাকসুদুর রহমান রিন্টু, বেনাপোল পৌরসভার ৯ং ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদু, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, বেনাপোল পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক, চেকপোস্ট বাজার কমিটির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আজিজুল হক, বেনাপোল চেকপোস্ট কুলি শ্রমিক সভাপতি মোবারক হোসেন কালু, সহ সভাপতি মো. জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ইকরামুল, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ানুর হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, কোষাধ্যক্ষ মিন্টু বিশ্বাস, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক জামাল হোসেন প্রমুখ।

Share.
Exit mobile version