বেনাপোল সংবাদদাতা
প্রতারণার মাধ্যমে ভারতগামী পাসপোর্ট যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়ার অভিযোগে পাঁচ প্রতারককে আটক করেছে পুলিশ। শনিবার ভোর ৫ টার দিকে বেনাপোল চেকপোস্টের চৌধুরী মার্কেটের দ্বিতীয়তলা থেকে তাদের আটক করে।

বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্তের নেতৃত্বে এ অভিযানে প্রতারকদের কাছ থেকে বেশ কিছু হেরোইনের পুরিয়া উদ্ধার হয়। এসময় এই চক্রটি খালেদা খানম (৬৫) নামে এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। আটকদের বিরুদ্ধে হেরোইন, ফেনসিডিল ও অন্যান্য মাদক মামলা রয়েছে।

আটকরা হলেন বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মিরাজ হোসেন (৩৫), আসাদুল (২৯), ঘিবা গ্রামের রনি (৩২), দিঘিরপাড় গ্রামের ইমরান হোসেন (৩৪) ও বড়আঁচড়া গ্রামের শামিম হোসেন ওরফে বরিশাল শামিম (৪০)

থানার এএস আই লিখন জানান, দীর্ঘদিন ধরে বেনাপোল চেকপোস্টে একশ্রেণীর দালাল চক্র পাসপোর্টযাত্রীদের কাস্টমস ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতার দ্রুত করে দেয়ার নাম করে নিরীহ পাসপোর্টযাত্রীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। শনিবার ভোরে এমন সংবাদ একজন নারীকে ওই মার্কেটের উপরে নিয়ে যাওয়া হয়েছে এমন সংবাদে অভিযান চালিয়ে একটি ঘর থেকে ওই পাঁচ প্রতারককে আটক এবং বেশ কিছু হেরোইনের পুরিয়া উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন তাদের বিরুদ্ধে মাদক ও প্রতারণার মামলা হবে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version