বেনাপোল প্রতিনিধি
দেশে খাদ্যদ্রব্যের বাজার নিয়ন্ত্রণে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে চাল, ডাল, গম, ডিম, পেঁয়াজ ও কাঁচামরিচের পর এবার আলু আমদানি শুরু হয়েছে। আজ শনিবার দুপুরে বন্দর থেকে আমদানি করা আলু খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ৩টি ট্রাকে ৭৪ টন আলু আমদানি হয়। শুক্রবার সরকারি ছুটি থাকায় এ দিন আলুর চালানটি ছাড়পত্র পায়নি।
আলুর আমদানিকারক প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড ফুড অ্যান্ড বেভারেজ। রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের পেপসিকো ইন্ডিয়া হোল্ডিংস বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
দেশে নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বগতি রুখতে ও সিন্ডিকেট ভাঙতে সরকারের বাণিজ্য মন্ত্রণালয় আলু আমদানির সিদ্ধান্ত নেয়। এতে দেশে ৭৭টি আবেদনের বিপরীতে ১২ জন আমদানিকারককে ভারত থেকে ৫০ হাজার টন আলু আমদানির অনুমতি দেয় সরকার।
আমদানিকারক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, প্রতি মেট্রিক টন আলুর কাস্টমস শুল্কায়ন মূল্য ১৮০ ডলার। প্রতি কেজি আলুতে ডিউটি দিতে হচ্ছে ৬ টাকা ৭০ পয়সা। আলু কেনা, এল সি খরচ এবং ডিউটিসহ প্রতি কেজি আলু আমদানির খরচ পড়ছে প্রায় ২৭ টাকা। ফলে বাজারে ৩০ টাকার মধ্যে সরবরাহ করা সম্ভব হবে।
এদিকে সরেজমিনে দেখা যায়, আলু আমদানির খবরে ইতিমধ্যে বেনাপোল বাজারে আলুর দাম আরও কমতে শুরু করেছে। বর্তমানে প্রতি কেজি ভারতীয় আলু ৩২ টাকা ও দেশি আলু ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম বলেন, বেনাপোল বন্দর দিয়ে প্রথম চালানে ৭৪ টন আলু আমদানি হয়েছে। দ্রুত ছাড়করণের সহযোগিতা আমদানিকারকদের করা হচ্ছে।
বেনাপোল বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তা হেমন্ত কুমার সরকার বিকেলে বলেন, প্রয়োজনীয় কাগজপত্র পেলে মান পরীক্ষা শেষে আলু খালাসের অনুমতি দেয়া হবে।
শিরোনাম:
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যশোরে ড্যাবের স্বেচ্ছায় রক্তদান
- যশোর জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত
- যশোরে ওএমএস ডিলার নিয়োগে লটারি; ৩ কেন্দ্রে স্থগিতাদেশ
- মশিউর রহমান যাদু : তরুণ প্রজন্মের জন্য এক অনুকরণীয় নেতৃত্বের গল্প
- একটি ওএমএস ডিলারের বিপরীতে ২০টি আবেদন
- বেনাপোল ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
- যশোরের বোমা হামলা মামলায় তিনদিনের রিমান্ড সোহান
- কেশবপুরে ছাত্রজনতার ধাওয়ায় প্রাণ বাঁচাতে খালে ঝাঁপ সাবেক মেয়র রফিকের