বেনাপোল সংবাদদাতা
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি গোগা বিওপির সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশিক নামে এক মাদক কারবারিকে আটক করেছে।
বৃহস্পতিবার রাত ১১ টার দিকে তাকে আটক করা হয়। আশিক শার্শা গোগা ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরনের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
