বাংলার ভোর প্রতিবেদক
সীমান্তের অবৈধ পথে কেউ যাতে ভারতে পালাতে না পারে তার জন্য আজ থেকে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মঙ্গলবার দুপুরে সীমান্তে সতর্কতা জারীর বিষয়টি গণমাধ্যমকর্মীরের নিশ্চিত করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম। বিজিবি সূত্রে জানায়, সরকার পরিবর্তনে অনেক অপরাধীদের ভারতে পালানোর সম্ভবনা রয়েছে। তবে কোন ভাবে যাতে ভারতে পালাতে না পারে বিজিবি সদস্যস্যদের সতর্ক থাকতে নির্দেশনা দিয়ে রেল এ্যালার্ট জারি করা হয়েছে।
জানা যায়, যশোরের বেনাপোল অংশে ভারতের সাথে বৃহৎ সীমান্ত পথ রয়েছে। এতে এ সীমান্ত পথে পালানোর সুযোগ থেকে যায়। বেনাপোল ছাড়াও দেশের অনান্য সীমান্তে একই ভাবে সতর্কতা জারি করা হয়েছে বলেও সূত্র নিশ্চিত করে। এদিকে সীমান্তের বন্দর থানা পুরোপুরি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। গত সোমবার দুপুরে তারা থানা ভবনে প্রবেশের পর তাদের আর বাইরে বের হতর দেখা যায়নি।
তবে ইমিগ্রেশন চেকপোস্টে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। পাসপোর্টধারী যাতায়াত সচল রয়েছে। তবে কড়াকড়ির কারণে যাতায়াত কমেছে। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মাত্র ৫০ জনের মত ভারতে গেছে। যাদের মধ্যে ৪৫ জনের মত রয়েছে মেডিকেল ভিসার পাসপোর্টধারী। এ অবস্থার কারণে ট্যুরিস্ট ও বিজনেস ভিসার যাত্রীরা সাধারণত কেউ যাচ্ছে না ভারতে। বেনাপোল ইমিগ্রেশন ওসি আজাহার উদ্দীন জানান, ইমিগ্রেশন খোলা। তবে যাত্রী যাতায়াত একেবারে কম। যারা যাচ্ছেন তাদের তথ্য যাচায় বাচায় করে ছাড়া হচ্ছে।