বিবি প্রতিবেদক
বৈদ্যুতিক যান (ইভি) চার্জিং স্টেশন উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে যশোর শহরের খয়েরতলা এলাকায় পরীক্ষামূলকভাবে বৈদ্যুতিক যান (ইভি) চার্জিং স্টেশন উদ্বোধন করা হয়েছে।
যশোর শহরের খয়েরতলা এলাকায় স্টেশনটির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান।
টেকসই এনার্জি সল্যুশন প্রদানকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মিউলিটিক এনার্জি সল্যুশন লিমিটেড ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) যৌথ উদ্যোগে এই স্টেশন চালু করলো।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান বলেন, ‘বৈদ্যুতিক গাড়ি চার্জ করার জন্য ঢাকার বাইরে কোনো চার্জিং স্টেশন ছিল না। যশোরে ওজোপাডিকো ও মিউলিটিক কোম্পানির যৌথ উদ্যোগে পাইলটিং (পরীক্ষামূলকভাবে) হিসেবে এটি চালু করা হলো। এরপর সারা দেশে হয়তো বেসরকারি উদ্যোগে পেট্রল পাম্পের মতো হাজার হাজার, লাখ লাখ চার্জিং স্টেশন চালু হবে। নতুন যুগে প্রবেশ করবে বাংলাদেশ। এ মুহূর্তে বৈদ্যুতিক চার্জিং গাড়ির সংখ্যা খুব কম। যাতে উদ্যোক্তাদের লোকসান না হয়, সে জন্য প্রতি ঘণ্টায় চার্জিংয়ের জন্য একটি ফি নির্ধারণ করে দেয়া হবে।’
মিউলিটিক এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রুবাইয়াত ইসলাম সাদাত বলেন, ‘এ অঞ্চলে প্রথম ইভি চার্জিং স্টেশন উদ্বোধনের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এ উদ্যোগে ওজোপাডিকোর সঙ্গে অংশিদার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বৈদ্যুতিক গাড়ির সম্প্রসারণে বাতাসে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কম হবে। একই সঙ্গে জলবায়ুর দূষণ কমবে, যা পরিবেশ ঠিক রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
গতকাল বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি সচিব হাবিবুর রহমান অতিথিদের নিয়ে ফিতা কেটে স্টেশটিন উদ্বোধন করেন। এরপর সংক্ষিপ্ত আলোচনার শুরুতে কিভাবে স্টেশনটি কাজ করবে তা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন মিউলিটিক এনার্জির প্রধান অপারেশন কর্মকর্তা (সিওও) রাহাত আহমেদ। সেখানে উপস্থিত ছিলেন ওজোপাডিকোর নির্বাহী পরিচালক প্রকৌশলী শামছুল আলম, প্রকল্প পরিচালক মতিউর রহমান প্রমুখ। আলোচনা শেষে গাড়িতে চার্জ করার পদ্ধতি হাতেকলমে সবাইকে দেখানো হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version